![]() |
অপটিক্যাল ফাইবার কি |
অপটিক্যাল ফাইবার কি? এবং এটি কি কাজে ব্যবহৃত হয়?
= অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় স্বচ্ছ কাচতত্ত্ব। একসঙ্গে ভিন্ন ভিন্ন ঘনত্বের কাচ দ্বারা নির্মিত এ তন্তুর বিভিন্ন স্তরে সজ্জিত কাচের ঘনত্ব বাইরের দিক থেকে ভেতরে ক্রমশ বেশি। এর ফলে প্রতিসরাংক ভেতরের দিকে বাড়তে থাকে। যখন আলোক রশ্মি কাচতস্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তন্তুর দেয়াল বরাবর এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। যতক্ষণ পর্যন্ত আলোকরশ্মি অপরপ্রান্ত দিয়ে নির্গত না হয়, ততক্ষণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে থাকে। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যখন কোন শব্দ পাঠানো হয় তখন সেই শব্দ প্রথমে বিদ্যুৎশক্তি এবং পরে আলোক সিগন্যালে রূপান্তরিত হয় এবং দ্রুত স্থানান্তরিত হয়। পরবর্তীতে এই আলোক সিগন্যাল প্রথমে বিদ্যুৎ এবং পরে শব্দে রূপান্তরিত হয়।
একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে আলোক নল বলা হয়। চিকিৎসকগণ মানবদেহের ভেতরের কোন অংশ দেখার জন্য এরূপ আলোক নল ব্যবহার করেন। বর্তমানে অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগখাতে ব্যাপক ব্যবহৃত হচ্ছে। একটি মাত্র অপটিক্যাল ফাইবার দিয়ে অসংখ্য পৃথক সিগন্যাল অবিকৃত অবস্থায় প্রেরণ করা যায়।