![]() |
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য |
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?
= অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ:
অণু | পরমাণু |
---|---|
দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন-এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে | মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাকে পরমাণু বলে |
অনু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না | পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে |
অনু একাধিক পরমাণু নিয়ে গঠিত | পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ |