![]() |
অক্সিজেনকে (O2) মৌলিক পদার্থ বলা হয় কেন |
অক্সিজেনকে (O2) মৌলিক পদার্থ বলা হয় কেন ?
উত্তরঃ আমরা জানি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।
যেহেতু অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাই অক্সিজেনকে মৌলিক পদার্থ বলে।